13. তাদের বংশধরদের মেরে ফেলা হোক;তাদের সন্তানদের নাম মুছে ফেলা হোক।
14. তাদের পূর্বপুরুষদের অন্যায়ের কথা সদাপ্রভুর মনে থাকুক;তাদের মায়েদের পাপ মুছে ফেলা না হোক।
15. সব সময় সেগুলো সদাপ্রভুর সামনে থাকুক,যাতে তিনি পৃথিবী থেকে তাদের স্মৃতি মুছে ফেলতে পারেন।
16. তারা দয়া করার কথা কখনও মনে করত না,বরং দুঃখী, গরীব ও হতাশ লোকদের মেরে ফেলার জন্যঅত্যাচার করত।
17. তারা অভিশাপ দিতে ভালবাসত,তাই সেই অভিশাপ তাদেরই উপরে পড়ল;আশীর্বাদ করতে তাদের ভাল লাগত না,তাই আশীর্বাদ তাদের কাছ থেকে দূরে গেল।
18. কাপড় পরার মত করে অভিশাপ দেওয়াতাদের অভ্যাসে দাঁড়িয়েছিল;তা অভ্যাসে দাঁড়িয়েছিল তাদের জল খাওয়ার মতআর দেহে তেল মাখাবার মত।
19. সেই অভিশাপ চাদরের মত তাদের জড়িয়ে রাখুকআর কোমর-বাঁধনির মত সব সময় বেঁধে রাখুক।
20. আমার বিপক্ষেরা, যারা আমার বিষয়ে মন্দ কথা বলে,তারা সদাপ্রভুর কাছ থেকে যেন এই ফলই পায়।