গীতসংহিতা 108:1-7 পবিত্র বাইবেল (SBCL)

1. হে ঈশ্বর, আমার মন স্থির আছে; আমি গান গাইব আর আমার সমস্ত অন্তর দিয়েগানের সুর তুলব।

2. ওহে বীণা ও সুরবাহার, জেগে ওঠো;আমি ভোরকে জাগিয়ে তুলব।

3. হে সদাপ্রভু, বিভিন্ন জাতির সামনে আমি তোমার ধন্যবাদ করব,তাদের মধ্যে তোমার উদ্দেশে গান গাইব;

4. কারণ তোমার অটল ভালবাসা আকাশ থেকেও উঁচু,তোমার বিশ্বস্ততা মেঘেরও উপরে পৌঁছায়।

5. হে ঈশ্বর, তোমার মহিমা আকাশ ছাপিয়ে উঠুক;তোমার গৌরব সমস্ত পৃথিবীর উপরে দেখা দিক।

6. তোমার শক্তিশালী হাত বাড়িয়ে আমাদের তুমি উদ্ধার কর;আমার ডাকে সাড়া দাও,যেন তুমি যাদের ভালবাস তারা উদ্ধার পায়।

7. ঈশ্বর তাঁর পবিত্রতার নাম করে বলেছেন,“আমি আনন্দের সংগে শিখিম ভাগ করে দেব,সুক্কোতের উপত্যকার জায়গা জরীপ করে ভাগ করে দেব।

গীতসংহিতা 108