35. তিনি মরু-এলাকাকে পুকুর করে ফেলেনআর শুকনা জায়গাকে করে ফেলেন ফোয়ারা।
36. খিদেয় কষ্ট পাওয়া লোকদের তিনি সেখানে বাস করান;তারা সেখানে শহর গড়ে তোলে।
37. তারা ক্ষেতে বীজ বোনে, আংগুর গাছ লাগায়,আর প্রচুর ফসল ফলায়।
38. তিনি তাদের আশীর্বাদ করেনআর তাদের সংখ্যা অনেক বেড়ে যায়;তিনি তাদের পশুপাল কমে যেতে দেন না।
39. অত্যাচার, বিপদ ও দুঃখে আবার তাদের সংখ্যা কমে যায়আর তাদের অবস্থা খারাপ হয়।