2. সদাপ্রভুর মুক্ত করা লোকেরা এই কথা বলুক,কারণ তিনি বিপক্ষের হাত থেকে তাদের ছাড়িয়ে এনেছেন;
3. তিনি অন্যান্য দেশ থেকে তাদের এক জায়গায় নিয়ে এসেছেন,নিয়ে এসেছেন পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণ থেকে।
4. তারা মরু-এলাকার নির্জন জায়গায় ঘুরে বেড়ালো;বাস করার মত কোন শহর তারা খুঁজে পেল না।
5. তারা খিদে ও তেষ্টায় কষ্ট পেল,তাদের প্রাণ শ্রান্ত-ক্লান্ত হল।
6. বিপদে পড়ে তারা সদাপ্রভুর কাছে কান্নাকাটি করল,এতে কষ্ট থেকে তিনি তাদের উদ্ধার করলেন।
7. তিনি সোজা পথ দিয়ে তাদের নিয়ে গেলেনযেন তারা কোন শহরে গিয়ে বাস করতে পারে।
8. মানুষের প্রতি সদাপ্রভুর আশ্চর্য আশ্চর্য কাজের জন্যআর তাঁর অটল ভালবাসার জন্য তারা তাঁকে ধন্যবাদ দিক।
9. যাদের অন্তরে পিপাসা আছে তিনি তাদের পিপাসা মেটান,আর যাদের অন্তরে খিদে আছে ভাল ভাল জিনিস দিয়েতিনি তাদের তৃপ্ত করেন।
10. তারা অন্ধকারে, ঘন অন্ধকারের মধ্যে বসে ছিল,সেই বন্দীরা দুঃখে ও লোহার শিকলে কষ্ট পাচ্ছিল;