17. যাদের মন অসাড় তারা তাদের বিদ্রোহের জন্যআর অন্যায়ের জন্য কষ্ট পেল।
18. তারা সমস্ত খাবার ঘৃণা করলআর মৃত্যুর দুয়ারের কাছে উপস্থিত হল।
19. বিপদে পড়ে তারা সদাপ্রভুর কাছে কান্নাকাটি করল,এতে কষ্ট থেকে তিনি তাদের রক্ষা করলেন।
20. তাঁর বাক্য পাঠিয়ে তিনি তাদের সুস্থ করলেন;তিনি কবর থেকে তাদের উদ্ধার করলেন।
21. মানুষের প্রতি সদাপ্রভুর আশ্চর্য আশ্চর্য কাজের জন্যআর তাঁর অটল ভালবাসার জন্য তারা তাঁকে ধন্যবাদ দিক।
22. তারা কৃতজ্ঞতা-উৎসর্গের অনুষ্ঠান করুক,আনন্দ-গানের মধ্য দিয়ে তাঁর সব কাজের কথা বলুক।