7. মিসরে থাকার সময়ে আমাদের পূর্বপুরুষেরাতোমার আশ্চর্য কাজ দেখে কিছুই বোঝে নি;তারা তোমার সীমাহীন অটল ভালবাসার কথাও মনে রাখে নি;তারা সাগরের ধারে, লোহিত সাগরের ধারে বিদ্রোহ করেছিল।
8. তবুও তিনি তাঁর সুনাম রক্ষার জন্য,তাঁর মহাশক্তি প্রকাশের জন্য তাদের উদ্ধার করেছিলেন।
9. তাঁর হুকুমে লোহিত সাগর শুকিয়ে গেল;তিনি মরু-এলাকার মধ্য দিয়ে যাওয়ার মত করেগভীর সাগরের মধ্য দিয়ে তাদের নিয়ে গেলেন।
10. তিনি ঘৃণাকারীদের হাত থেকে তাদের রক্ষা করলেন;শত্রুদের হাত থেকে তাদের মুক্ত করলেন।
11. তাদের শত্রুরা জলে ঢাকা পড়ল, একজনও বেঁচে রইল না।
12. তখন সদাপ্রভুর কথায় তারা বিশ্বাস করলআর তাঁর প্রশংসা-গান গাইল।
13. কিন্তু তাঁর কাজের কথা ভুলে যেতে তাদের দেরি হল না;তারা তাঁর পরামর্শের অপেক্ষায় রইল না।
14. মরু-এলাকায় তারা লোভ করে ঈশ্বরকে পরীক্ষা করল।
15. তারা যা চেয়েছিল তিনি তা-ই তাদের দিলেন,কিন্তু তাদের উপর পাঠিয়ে দিলেন এক ক্ষয় করা রোগ।
16. তাম্বুতে জীবন কাটাবার সময় মোশিকে দেখে,আর সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করা সেই হারোণকে দেখেতাদের হিংসা হল।
17. পৃথিবী মুখ খুলে দাথনকে গিলে ফেললআর অবীরামের দলকে ঢেকে ফেলল।
18. তাদের দলের মধ্যে আগুন জ্বলে উঠল;আগুনের শিখা দুষ্ট লোকদের পুড়িয়ে ফেলল।