28. তারা পিয়োর পাহাড়ের বাল দেবতার পূজায় যোগ দিলআর মৃত লোকদের উদ্দেশে উৎসর্গের মাংস খেল।
29. এই সব মন্দ কাজ দিয়ে তারা সদাপ্রভুর অসন্তোষ জাগিয়ে তুলল,তাই তাদের মধ্যে মড়ক লাগল।
30. তখন পুরোহিত পীনহস্ উঠে এর উপযুক্ত শাস্তি দিলেন,আর মড়ক থেমে গেল।
31. পীনহসের এই কাজের ফলে তাঁকে চিরকালের জন্যনির্দোষ বলে ধরা হল।
32. মরীবার জলের ধারে তারা সদাপ্রভুকে অসন্তুষ্ট করে তুলল;তাদের জন্যই মোশি বিপদে পড়লেন।
33. তারা ঈশ্বরের আত্মার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল,তাতে মোশির মুখ থেকে এমন সব কথা বেরিয়ে এসেছিলযা বলা তাঁর উচিত ছিল না।
34. ঈশ্বরের আদেশের অবাধ্য হয়েতারা অন্যান্য জাতিদের ধ্বংস করল না,
35. বরং সেই সব জাতির সংগে তারা নিজেদের মিশিয়ে দিলআর তাদের আচার-ব্যবহার গ্রহণ করল।
36. তাদের প্রতিমাগুলোকে তারা পূজা করলআর সেগুলোই তাদের ফাঁদ হল।
37. এমন কি, মন্দ আত্মাদের উদ্দেশেতাদের ছেলে ও মেয়েদের তারা বলি দিল।
38. তারা নির্দোষদের, অর্থাৎ তাদের ছেলেমেয়েদের রক্তপাত করল।তারা কনানের প্রতিমাগুলোর উদ্দেশে তাদের বলি দিল,তাতে গোটা দেশটা সেই রক্তে অশুচি হল।
39. এ সব করে তারা নিজেদের অশুচি করল;তাদের কাজ দিয়ে তারা সদাপ্রভুর প্রতি অবিশ্বস্ত হল।
40. সেজন্যই সদাপ্রভুর ক্রোধ তাঁর লোকদের উপর জ্বলে উঠল;যারা তাঁরই সম্পত্তি তাদের প্রতি তাঁর ঘৃণা জাগল।
41. তিনি অন্যান্য জাতিদের হাতে তাদের তুলে দিলেন;তাদের ঘৃণাকারীরা তাদের শাসন করতে লাগল।
42. তাদের শত্রুরা তাদের উপর অত্যাচার চালাল;তারা তাদের অধীনে রইল।
43. অনেকবারই তিনি তাদের উদ্ধার করলেন,কিন্তু তারা নিজেদের ইচ্ছায় বিদ্রোহী হল;পাপের দরুন তাদের পতন হল।
44. তবুও তিনি তাদের কান্না শুনে তাদের কষ্টের দিকে তাকালেন।
45. তাদের জন্য তাঁর স্থাপন করা ব্যবস্থার কথা তিনি মনে করলেন;তাঁর অসীম, অটল ভালবাসা অনুসারেতাদের প্রতি মমতা করলেন।
46. যারা তাদের বন্দী করেছিল তাদের কাছেতিনি তাদের দয়ার পাত্র করে তুললেন।
47. হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর, আমাদের উদ্ধার কর;অন্যান্য জাতিদের মধ্য থেকে তুমি আমাদের এক জায়গায় নিয়ে এস,যাতে আমরা তোমার পবিত্রতার উদ্দেশে ধন্যবাদ দিতে পারিআর তোমার গুণগান করতে পারছি বলে গর্ববোধ করতে পারি।