25. তাদের তাম্বুর মধ্যে তারা বকবক করতে লাগল;সদাপ্রভুর কথায় তারা কান দিল না।
26. তাই তিনি তাদের সম্বন্ধে এই শপথ করলেন-তিনি মরু-এলাকাতেই তাদের শেষ করে দেবেন,
27. তাদের বংশধরদের বিভিন্ন জাতির মধ্যে মৃত্যু ঘটাবেন,আর বিভিন্ন দেশে তাদের ছড়িয়ে দেবেন।
28. তারা পিয়োর পাহাড়ের বাল দেবতার পূজায় যোগ দিলআর মৃত লোকদের উদ্দেশে উৎসর্গের মাংস খেল।
29. এই সব মন্দ কাজ দিয়ে তারা সদাপ্রভুর অসন্তোষ জাগিয়ে তুলল,তাই তাদের মধ্যে মড়ক লাগল।
30. তখন পুরোহিত পীনহস্ উঠে এর উপযুক্ত শাস্তি দিলেন,আর মড়ক থেমে গেল।
31. পীনহসের এই কাজের ফলে তাঁকে চিরকালের জন্যনির্দোষ বলে ধরা হল।
32. মরীবার জলের ধারে তারা সদাপ্রভুকে অসন্তুষ্ট করে তুলল;তাদের জন্যই মোশি বিপদে পড়লেন।
33. তারা ঈশ্বরের আত্মার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল,তাতে মোশির মুখ থেকে এমন সব কথা বেরিয়ে এসেছিলযা বলা তাঁর উচিত ছিল না।
34. ঈশ্বরের আদেশের অবাধ্য হয়েতারা অন্যান্য জাতিদের ধ্বংস করল না,