21. তাদের উদ্ধারকর্তা ঈশ্বরকে তারা ভুলে গেলযিনি মিসরে অনেক বড় বড় কাজ করেছিলেন।
22. হাম-বংশীয়দের দেশে করা আশ্চর্য আশ্চর্য কাজের বিষয়তারা ভুলে গেল,লোহিত সাগরের কাছে করা ভয় জাগানো সব কাজ ভুলে গেল।
23. তাই তিনি বললেন তাদের ধ্বংস করবেন;তিনি তা-ই করতেন কিন্তু তাঁর বাছাই করা লোক মোশিতাঁর আসবার পথে গিয়ে দাঁড়ালেন,যেন তিনি তাদের ধ্বংস করে ফেলার ক্রোধ ফিরাতে পারেন।
24. পরে তারা সেই সুন্দর দেশটাকে তুচ্ছ করল;তারা সদাপ্রভুর কথায় বিশ্বাস করল না।
25. তাদের তাম্বুর মধ্যে তারা বকবক করতে লাগল;সদাপ্রভুর কথায় তারা কান দিল না।
26. তাই তিনি তাদের সম্বন্ধে এই শপথ করলেন-তিনি মরু-এলাকাতেই তাদের শেষ করে দেবেন,
27. তাদের বংশধরদের বিভিন্ন জাতির মধ্যে মৃত্যু ঘটাবেন,আর বিভিন্ন দেশে তাদের ছড়িয়ে দেবেন।
28. তারা পিয়োর পাহাড়ের বাল দেবতার পূজায় যোগ দিলআর মৃত লোকদের উদ্দেশে উৎসর্গের মাংস খেল।
29. এই সব মন্দ কাজ দিয়ে তারা সদাপ্রভুর অসন্তোষ জাগিয়ে তুলল,তাই তাদের মধ্যে মড়ক লাগল।
30. তখন পুরোহিত পীনহস্ উঠে এর উপযুক্ত শাস্তি দিলেন,আর মড়ক থেমে গেল।
31. পীনহসের এই কাজের ফলে তাঁকে চিরকালের জন্যনির্দোষ বলে ধরা হল।
32. মরীবার জলের ধারে তারা সদাপ্রভুকে অসন্তুষ্ট করে তুলল;তাদের জন্যই মোশি বিপদে পড়লেন।