13. কিন্তু তাঁর কাজের কথা ভুলে যেতে তাদের দেরি হল না;তারা তাঁর পরামর্শের অপেক্ষায় রইল না।
14. মরু-এলাকায় তারা লোভ করে ঈশ্বরকে পরীক্ষা করল।
15. তারা যা চেয়েছিল তিনি তা-ই তাদের দিলেন,কিন্তু তাদের উপর পাঠিয়ে দিলেন এক ক্ষয় করা রোগ।
16. তাম্বুতে জীবন কাটাবার সময় মোশিকে দেখে,আর সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করা সেই হারোণকে দেখেতাদের হিংসা হল।
17. পৃথিবী মুখ খুলে দাথনকে গিলে ফেললআর অবীরামের দলকে ঢেকে ফেলল।
18. তাদের দলের মধ্যে আগুন জ্বলে উঠল;আগুনের শিখা দুষ্ট লোকদের পুড়িয়ে ফেলল।
19. হোরেব পাহাড়ের সামনে তারা একটা বাছুর তৈরী করলআর ছাঁচে ঢালা মূর্তির উপাসনা করল।
20. তাদের গৌরবময় ঈশ্বরকে ফেলেতারা ঘাস খাওয়া গরুর মূর্তিকে গ্রহণ করল।
21. তাদের উদ্ধারকর্তা ঈশ্বরকে তারা ভুলে গেলযিনি মিসরে অনেক বড় বড় কাজ করেছিলেন।
22. হাম-বংশীয়দের দেশে করা আশ্চর্য আশ্চর্য কাজের বিষয়তারা ভুলে গেল,লোহিত সাগরের কাছে করা ভয় জাগানো সব কাজ ভুলে গেল।
23. তাই তিনি বললেন তাদের ধ্বংস করবেন;তিনি তা-ই করতেন কিন্তু তাঁর বাছাই করা লোক মোশিতাঁর আসবার পথে গিয়ে দাঁড়ালেন,যেন তিনি তাদের ধ্বংস করে ফেলার ক্রোধ ফিরাতে পারেন।
24. পরে তারা সেই সুন্দর দেশটাকে তুচ্ছ করল;তারা সদাপ্রভুর কথায় বিশ্বাস করল না।
25. তাদের তাম্বুর মধ্যে তারা বকবক করতে লাগল;সদাপ্রভুর কথায় তারা কান দিল না।