13. কিন্তু তাঁর কাজের কথা ভুলে যেতে তাদের দেরি হল না;তারা তাঁর পরামর্শের অপেক্ষায় রইল না।
14. মরু-এলাকায় তারা লোভ করে ঈশ্বরকে পরীক্ষা করল।
15. তারা যা চেয়েছিল তিনি তা-ই তাদের দিলেন,কিন্তু তাদের উপর পাঠিয়ে দিলেন এক ক্ষয় করা রোগ।
16. তাম্বুতে জীবন কাটাবার সময় মোশিকে দেখে,আর সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করা সেই হারোণকে দেখেতাদের হিংসা হল।
17. পৃথিবী মুখ খুলে দাথনকে গিলে ফেললআর অবীরামের দলকে ঢেকে ফেলল।
18. তাদের দলের মধ্যে আগুন জ্বলে উঠল;আগুনের শিখা দুষ্ট লোকদের পুড়িয়ে ফেলল।
19. হোরেব পাহাড়ের সামনে তারা একটা বাছুর তৈরী করলআর ছাঁচে ঢালা মূর্তির উপাসনা করল।
20. তাদের গৌরবময় ঈশ্বরকে ফেলেতারা ঘাস খাওয়া গরুর মূর্তিকে গ্রহণ করল।