গীতসংহিতা 106:1-4 পবিত্র বাইবেল (SBCL)

1. সদাপ্রভুর প্রশংসা হোক। তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর, কারণ তিনি মংগলময়;তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।

2. সদাপ্রভুর মহৎ কাজের বর্ণনা কে করতে পারে?তাঁর গৌরবের পূর্ণ প্রকাশ করে এমন সাধ্য কার?

3. ধন্য তারা, যারা চালচলনে ন্যায়ের মান রাখেআর সব সময় ন্যায় কাজ করে।

4. হে সদাপ্রভু, তোমার লোকদের প্রতি দয়া দেখাবার সময়আমাকে ভুলে যেয়ো না;তাদের উদ্ধার করার সময় আমার দিকেও হাত বাড়িয়ে দিয়ো।

গীতসংহিতা 106