গীতসংহিতা 105:9-16 পবিত্র বাইবেল (SBCL)

9. সেই ব্যবস্থা তিনি অব্রাহামের জন্য স্থাপন করেছিলেনআর ইস্‌হাকের কাছে শপথ করেছিলেন।

10. তিনি তাঁর ব্যবস্থা যাকোবের কাছে নিয়ম হিসাবেআর ইস্রায়েলের কাছে চিরস্থায়ী ব্যবস্থা হিসাবেঘোষণা করেছিলেন।

11. তিনি বলেছিলেন, “আমি তোমাকে কনান দেশটা দেব,সেটাই হবে তোমার পাওনা সম্পত্তি।”

12. তাদের সংখ্যা যখন কম ছিল, খুবই কম ছিল,আর তারা সেখানে বিদেশী ছিল,

13. তারা যখন সেখানে বিভিন্ন জাতির মধ্যেআর বিভিন্ন রাজ্যের মধ্যে ঘুরে বেড়াত,

14. তখন তিনি কাউকে তাদের অত্যাচার করতে দিতেন না।তাদের জন্য তিনি রাজাদের ধম্‌কে দিতেন,

15. বলতেন, “আমার অভিষিক্ত লোকদের ছোঁবে না;আমার নবীদের কোন ক্ষতি করবে না।”

16. তারপর তিনি তাদের দেশে দুর্ভিক্ষ ডেকে আনলেনআর তাদের খাবারের অভাব ঘটালেন;

গীতসংহিতা 105