22. যাতে তাঁর ইচ্ছা অনুসারে তিনি রাজকর্মচারীদের শাসনে রাখেনআর বৃদ্ধ নেতাদের পরামর্শ দেন।
23. তারপর ইস্রায়েল মিসরে গেলেন;হাম-বংশীয়দের দেশে যাকোব কিছুকাল বাস করলেন।
24. সদাপ্রভু তাঁর নিজের লোকদের বংশ অনেক বাড়িয়ে দিলেন;শত্রুদের চেয়ে তিনি তাদের শক্তিশালী করলেন।
25. তাঁর লোকদের বিরুদ্ধে তিনি শত্রুদের অন্তরেঘৃণা জাগিয়ে দিলেন,তাতে তারা তাঁর দাসদের সংগে চালাকি খাটিয়ে চলতে লাগল।
26. তিনি তাঁর দাস মোশিকেআর তাঁর বেছে নেওয়া হারোণকে পাঠিয়ে দিলেন;
27. তাঁদের দিয়ে সদাপ্রভু হাম-বংশীয়দের দেশেসকলের সামনে নানা রকম চিহ্ন ও আশ্চর্য কাজ করলেন।
28. তিনি অন্ধকার পাঠালেন, তাতে অন্ধকার হল;তাঁর বাক্যের বিরুদ্ধে তারা বিদ্রোহ করল না।
29. তাদের জল তিনি রক্ত করে দিলেন,তাতে সব মাছ মরে গেল।
30. দেশ ব্যাঙে কিল্বিল্ করতে লাগল;এমন কি, তাদের রাজার ঘরে গিয়েও সেগুলো ঢুকল।
31. তাঁর কথায় ঝাঁকে ঝাঁকে পোকা আসল,তাদের দেশ মশাতে ছেয়ে গেল।
32. তিনি বৃষ্টির মত করে তাদের উপর শিলা ফেললেন,সারা দেশে বিদ্যুৎ চমকাতে লাগল।
33. তাদের আংগুর লতা আর ডুমুর গাছে তিনি আঘাত করলেনআর দেশের সব গাছপালা ভেংগে দিলেন।
34. তাঁর কথায় পংগপাল আর অসংখ্য ফড়িং আসল;
35. সেগুলো দেশের গাছ-গাছড়া আর জমির ফসল খেয়ে ফেলল।
36. তারপর তিনি মিসরীয়দের যৌবনের শক্তির প্রথম ফল,অর্থাৎ দেশের সব প্রথম সন্তানকে আঘাত করলেন।