গীতসংহিতা 105:17-28 পবিত্র বাইবেল (SBCL)

17. তখন তিনি একজন লোককে তাদের আগে পাঠিয়ে দিলেন-যোষেফকে পাঠিয়ে দিলেন; দাস হিসাবে তাঁকে বিক্রি করা হল।

18. বেড়ীর শিকলে তাঁর পা কষ্ট পেল,লোহার শিকলে তিনি বাঁধা পড়লেন।

19. তিনি যা বলেছিলেন যতদিন না তা সত্যি হয়ে দেখা দিল,ততদিন তাঁর সম্বন্ধে সদাপ্রভুর প্রতিজ্ঞা পুরণের ব্যাপারেতাঁর পরীক্ষা চলছিল।

20. রাজার আদেশে তাঁর শিকল খুলে দেওয়া হল;সেই শাসনকর্তা তাঁকে ছেড়ে দিলেন।

21. তিনি তাঁকে তাঁর রাজবাড়ীর ও তাঁর সমস্ত সম্পত্তির কর্তা করলেন,

22. যাতে তাঁর ইচ্ছা অনুসারে তিনি রাজকর্মচারীদের শাসনে রাখেনআর বৃদ্ধ নেতাদের পরামর্শ দেন।

23. তারপর ইস্রায়েল মিসরে গেলেন;হাম-বংশীয়দের দেশে যাকোব কিছুকাল বাস করলেন।

24. সদাপ্রভু তাঁর নিজের লোকদের বংশ অনেক বাড়িয়ে দিলেন;শত্রুদের চেয়ে তিনি তাদের শক্তিশালী করলেন।

25. তাঁর লোকদের বিরুদ্ধে তিনি শত্রুদের অন্তরেঘৃণা জাগিয়ে দিলেন,তাতে তারা তাঁর দাসদের সংগে চালাকি খাটিয়ে চলতে লাগল।

26. তিনি তাঁর দাস মোশিকেআর তাঁর বেছে নেওয়া হারোণকে পাঠিয়ে দিলেন;

27. তাঁদের দিয়ে সদাপ্রভু হাম-বংশীয়দের দেশেসকলের সামনে নানা রকম চিহ্ন ও আশ্চর্য কাজ করলেন।

28. তিনি অন্ধকার পাঠালেন, তাতে অন্ধকার হল;তাঁর বাক্যের বিরুদ্ধে তারা বিদ্রোহ করল না।

গীতসংহিতা 105