12. তাদের সংখ্যা যখন কম ছিল, খুবই কম ছিল,আর তারা সেখানে বিদেশী ছিল,
13. তারা যখন সেখানে বিভিন্ন জাতির মধ্যেআর বিভিন্ন রাজ্যের মধ্যে ঘুরে বেড়াত,
14. তখন তিনি কাউকে তাদের অত্যাচার করতে দিতেন না।তাদের জন্য তিনি রাজাদের ধম্কে দিতেন,
15. বলতেন, “আমার অভিষিক্ত লোকদের ছোঁবে না;আমার নবীদের কোন ক্ষতি করবে না।”
16. তারপর তিনি তাদের দেশে দুর্ভিক্ষ ডেকে আনলেনআর তাদের খাবারের অভাব ঘটালেন;
17. তখন তিনি একজন লোককে তাদের আগে পাঠিয়ে দিলেন-যোষেফকে পাঠিয়ে দিলেন; দাস হিসাবে তাঁকে বিক্রি করা হল।