26. তার মধ্যে ঐ চলছে জাহাজ, সেখানে লিবিয়াথনও আছে;তাকে তুমি সাগরে খেলা করার জন্য সৃষ্টি করেছ।
27. তারা সব তোমার মুখের দিকে চেয়ে আছে,যাতে ঠিক সময়ে তুমি তাদের খাবার দাও।
28. তুমি তাদের দিলে তারা তুলে নেয়;তুমি হাত খুললে তারা ভাল ভাল জিনিস পেয়ে তৃপ্ত হয়।
29. তুমি মুখ লুকালে তারা ভয় পায়;তুমি তাদের জীবন-বায়ু নিয়ে গেলে তারা মরে যায়,আবার তারা ধুলা হয়ে যায়।
30. তোমার আত্মা পাঠালে তাদের সৃৃষ্টি হয়;তুমি নতুন নতুন প্রাণ দিয়ে পৃথিবীকে সাজাও।
31. সদাপ্রভুর গৌরব অনন্তকাল থাকুক;তিনি যেন নিজের কাজে আনন্দিত হন।