গীতসংহিতা 104:2-6 পবিত্র বাইবেল (SBCL)

2. কাপড়ের মত করে তুমি নিজেকে আলো দিয়ে ঢেকেছ;আকাশটাকে তুমি ছাউনির মত করে বিছিয়ে দিয়েছ।

3. তোমার স্বর্গের বাসস্থানের ভিত্তিতুমি আকাশের জলের উপরে স্থাপন করেছ;তুমি মেঘকে করেছ তোমার রথ;তুমি বাতাসের পাখায় ভর করে চলাচল কর।

4. তুমি বাতাসকে তোমার দূত করেছ;জ্বলন্ত আগুনকে করেছ তোমার দাস।

5. তুমি পৃথিবীকে তার নিজের ভিত্তির উপর স্থাপন করেছ;তা কখনও নড়বে না।

6. তুমি পৃথিবীকে কাপড় দিয়ে ঢাকার মত করেসাগরের জল দিয়ে ঢেকেছিলে;পাহাড়-পর্বতও সেই জলে ঢাকা ছিল।

গীতসংহিতা 104