1. হে আমার প্রাণ, সদাপ্রভুর গৌরব কর;হে আমার অন্তর, তাঁর পবিত্রতার গৌরব কর।
2. হে আমার প্রাণ, সদাপ্রভুর গৌরব কর;তাঁর কোন উপকারের কথা ভুলে যেয়ো না।
3. তোমার সমস্ত পাপ তিনি ক্ষমা করেন;তিনি তোমার সমস্ত রোগ ভাল করেন।
4. তিনি মৃতস্থান থেকে তোমার জীবন মুক্ত করেন;তিনি তোমাকে অটল ভালবাসা ও মমতায় ঘিরে রাখেন।
5. যা মংগল আনে তেমন সব জিনিস দিয়েতিনি তোমাকে তৃপ্ত করেন;তিনি ঈগল পাখীর মত তোমাকে নতুন যৌবন দেন।
6. সদাপ্রভু উচিত কাজ করেন;তিনি ন্যায়ভাবে অত্যাচারিতদের বিচার করেন।
7. কি উদ্দেশ্যে কি করেন তা তিনি মোশিকে জানিয়েছেন;তাঁর কাজ তিনি ইস্রায়েলীয়দের দেখতে দিয়েছেন।
8. সদাপ্রভু মমতায় পূর্ণ ও দয়াময়;তিনি সহজে অসন্তুষ্ট হন না,তাঁর অটল ভালবাসার সীমা নেই।
9. তিনি দোষীর বিরুদ্ধে দিনের পর দিন অভিযোগ করেন না,চিরকাল ক্রোধ পুষে রাখেন না।
17-18. কিন্তু যারা সদাপ্রভুর ভক্ত,যারা তাঁর ব্যবস্থা মেনে চলেআর তাঁর নিয়ম মত চলার দিকে নজর রাখে,তাদের উপর তাঁর অটল ভালবাসা ও তাঁর বিশ্বস্ততাচিরকাল থাকবে, বংশের পর বংশ ধরে থাকবে।