গীতসংহিতা 103:1-4 পবিত্র বাইবেল (SBCL)

1. হে আমার প্রাণ, সদাপ্রভুর গৌরব কর;হে আমার অন্তর, তাঁর পবিত্রতার গৌরব কর।

2. হে আমার প্রাণ, সদাপ্রভুর গৌরব কর;তাঁর কোন উপকারের কথা ভুলে যেয়ো না।

3. তোমার সমস্ত পাপ তিনি ক্ষমা করেন;তিনি তোমার সমস্ত রোগ ভাল করেন।

4. তিনি মৃতস্থান থেকে তোমার জীবন মুক্ত করেন;তিনি তোমাকে অটল ভালবাসা ও মমতায় ঘিরে রাখেন।

17-18. কিন্তু যারা সদাপ্রভুর ভক্ত,যারা তাঁর ব্যবস্থা মেনে চলেআর তাঁর নিয়ম মত চলার দিকে নজর রাখে,তাদের উপর তাঁর অটল ভালবাসা ও তাঁর বিশ্বস্ততাচিরকাল থাকবে, বংশের পর বংশ ধরে থাকবে।

গীতসংহিতা 103