2. আমার বিপদের সময় তুমি মুখ ফিরিয়ে রেখো না।আমার কথায় কান দাও;আমার ডাকে সাড়া দিতে তুমি দেরি কোরো না।
3. আমার দিনগুলো ধূমার মত মিলিয়ে গেছে;আমার হাড়গুলো যেন চুলার আগুনে পুড়ছে।
4. রোদের তেজে শুকিয়ে যাওয়া ঘাসের মতআমার অন্তর শুকিয়ে গেছে;আমি খেতেও ভুলে যাই।
5. জোরে কোঁকাতে কোঁকাতে আমার দেহেহাড়-চামড়া ছাড়া আর কিছু নেই।
6. আমি মরু-পেঁচার মত হয়েছি,হয়েছি পোড়ো বাড়ীর পেঁচা।
21-22. তাতে যখন অন্য সব জাতি ও রাজ্যসদাপ্রভুর সেবা করার জন্য একসংগে জড়ো হবে,তখন সদাপ্রভুর সুনাম সিয়োনে প্রচার করা হবে,যিরূশালেমে তাঁর গৌরবের কথা প্রচার করা হবে।