9. সে আড়ালে থেকে সিংহের মত করে ওৎ পাতে;দুঃখীকে ধরবার জন্যই সে তা করে,জালে ফেলে সে তাকে ধরে।
10. তারপর সে তাদের পিষে ফেলে;সেই হতভাগারা পড়ে তার থাবার নীচে।
11. সে মনে মনে বলে, “এদিকে ঈশ্বরের খেয়াল নেই;তিনি মুখ ফিরিয়ে আছেন, কখনও দেখবেন না।”
12. হে সদাপ্রভু, ওঠো;হে ঈশ্বর, তোমার হাত বাড়িয়ে দাও,দুঃখীদের ভুলে যেয়ো না।
13. দুষ্ট লোক কেন ঈশ্বরকে তুচ্ছ বলে মনে করে?সে কেন মনে মনে বলে,“তিনি আমার কাছে কোন হিসাব চাইবেন না”?
14. কিন্তু হে ঈশ্বর, দুঃখ-কষ্ট তোমার চোখ এড়িয়ে যায় না;তুমি নিজের হাতেই এর ব্যবস্থা কর।অসহায় তো তোমারই হাতে নিজেকে তুলে দেয়;অনাথকে তুমিই সাহায্য করে থাক।
15. দুষ্ট এবং মন্দ লোকের ক্ষমতা তুমি শেষ করে দিয়ো;তার সমস্ত অন্যায়ের হিসাব তুমি চেয়ে নিয়ো।
16. সদাপ্রভুই চিরকালের রাজা;তাঁর দেশ থেকে অন্য জাতিরা ধ্বংস হয়ে যাবে।
17. হে সদাপ্রভু, নম্রদের অন্তরের ইচ্ছার কথা তুমি শুনছ;তুমি তাদের সাহস দিচ্ছ, তাদের কান্না তুমি শুনছ।