9. সে আড়ালে থেকে সিংহের মত করে ওৎ পাতে;দুঃখীকে ধরবার জন্যই সে তা করে,জালে ফেলে সে তাকে ধরে।
10. তারপর সে তাদের পিষে ফেলে;সেই হতভাগারা পড়ে তার থাবার নীচে।
11. সে মনে মনে বলে, “এদিকে ঈশ্বরের খেয়াল নেই;তিনি মুখ ফিরিয়ে আছেন, কখনও দেখবেন না।”
12. হে সদাপ্রভু, ওঠো;হে ঈশ্বর, তোমার হাত বাড়িয়ে দাও,দুঃখীদের ভুলে যেয়ো না।