1. হে সদাপ্রভু, কেন তুমি দূরে দাঁড়িয়ে আছ?দুর্দিনে কেন তুমি নিজেকে লুকিয়ে রাখ?
2. দুষ্ট লোক অহংকারের দরুন দুঃখীদের তাড়া করে,কিন্তু নিজের কুমতলবে সে নিজেই ধরা পড়ে।
3. দুষ্ট লোক তার অন্তরের মন্দ ইচ্ছার গর্ব করে;লোভী সদাপ্রভুকে অভিশাপ দেয় আর তাঁকে তুচ্ছ করে।
4. দুষ্ট লোক অহংকারের দরুন সদাপ্রভুকে অগ্রাহ্য করে;তার কুমতলবের পিছনে এই চিন্তা রয়েছে-ঈশ্বর বলে কেউ নেই।