গালাতীয় 1:2-5 পবিত্র বাইবেল (SBCL)

2. আমি এবং আমার সংগে যে সব বিশ্বাসী ভাইয়েরা আছেন, আমরা সবাই গালাতিয়া মণ্ডলীগুলোর কাছে লিখছি।

3. আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্ট তোমাদের দয়া করুন ও শান্তি দান করুন।

4. আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছামত খ্রীষ্ট আমাদের পাপের জন্য নিজের জীবন দিয়েছিলেন, যেন তিনি এখনকার এই মন্দ জগতের হাত থেকে আমাদের রক্ষা করতে পারেন।

5. চিরকাল ঈশ্বরের গৌরব হোক। আমেন।

গালাতীয় 1