গণনাপুস্তক 8:15-26 পবিত্র বাইবেল (SBCL)

15. “এইভাবে লেবীয়দের শুচি করে নিয়ে দোলন-উৎসর্গ হিসাবে উৎসর্গ করবার পরে তারা মিলন-তাম্বুতে কাজ করবার জন্য আসবে।

16. সমস্ত ইস্রায়েলীয়দের মধ্য থেকে এরাই সম্পূর্ণভাবে আমার, আর কারও নয়। প্রত্যেক ইস্রায়েলীয় স্ত্রীলোকের প্রথম পুরুষ সন্তানের বদলে আমি লেবীয়দের আমার নিজের করে নিচ্ছি।

17. প্রথমে জন্মেছে এমন প্রত্যেকটি ইস্রায়েলীয় পুরুষ সন্তান আমার- সে মানুষেরই হোক বা পশুরই হোক। মিসরীয়দের প্রথম পুরুষ সন্তান মেরে ফেলবার সময় আমি ইস্রায়েলীয়দের প্রথম পুরুষ সন্তান আমার জন্য আলাদা করে রেখেছিলাম।

18. প্রথমে জন্মেছে সেই সমস্ত ইস্রায়েলীয় সন্তানদের জায়গায় আমি এখন লেবীয়দের গ্রহণ করছি।

19. ইস্রায়েলীয়দের মধ্যেকার এই লেবীয়দের আমি হারোণ ও তার ছেলেদের দান করছি, যাতে তারা ইস্রায়েলীয়দের হয়ে মিলন-তাম্বুতে কাজ করে এবং তাদের পাপ ঢাকবার ব্যবস্থা করে। তার ফলে ইস্রায়েলীয়েরা পবিত্র তাম্বুর কাছে গেলেও তাদের উপর কোন বিপদ নেমে আসবে না।”

20. সদাপ্রভু লেবীয়দের সম্বন্ধে মোশিকে যে সব আদেশ দিয়েছিলেন মোশি, হারোণ এবং অন্য সমস্ত ইস্রায়েলীয়েরা লেবীয়দের নিয়ে তা-ই করলেন।

21. লেবীয়েরা নিজেদের শুচি করে নিল এবং কাপড়-চোপড় ধুয়ে ফেলল। তারপর হারোণ সদাপ্রভুর উদ্দেশে দোলন-উৎসর্গ হিসাবে তাদের উৎসর্গ করলেন এবং শুচি করে নেবার জন্য তাদের পাপ ঢাকা দেবার ব্যবস্থা করলেন।

22. এর পর লেবীয়েরা হারোণ ও তার ছেলেদের অধীনে মিলন-তাম্বুতে তাদের কাজ করতে গেল। সদাপ্রভু মোশিকে যে সব আদেশ দিয়েছিলেন তারা লেবীয়দের নিয়ে ঠিক তা-ই করলেন।

23. পরে সদাপ্রভু মোশিকে বললেন,

24. “লেবীয়দের সম্বন্ধে এই নিয়ম থাকবে যে, তাদের মধ্যে পঁচিশ কিম্বা তার বেশী বয়সের লোকেরা মিলন-তাম্বুর কাজ করতে আসবে,

25. কিন্তু পঞ্চাশ বছর বয়সের পরে ঐ কাজ থেকে তাদের অবসর নিতে হবে; তারা আর কাজ করবে না।

26. তখন এই লোকেরা মিলন-তাম্বুতে তাদের ভাইদের সংগে দেখাশোনার কাজে সাহায্য করতে পারবে কিন্তু নিজেরা কোন কাজে হাত দিতে পারবে না। এই নিয়ম অনুসারে তুমি লেবীয়দের কাজ ঠিক করে দেবে।”

গণনাপুস্তক 8