গণনাপুস্তক 8:1-9 পবিত্র বাইবেল (SBCL)

1. সদাপ্রভু মোশিকে বললেন,

2. “তুমি হারোণকে বল, বাতিদানের সাতটা প্রদীপ তাকে এমনভাবে বসাতে হবে যাতে সেগুলোর আলো বাতিদানের সামনের জায়গাটায় পড়ে।”

3. হারোণ তা-ই করলেন। মোশিকে দেওয়া সদাপ্রভুর আদেশ মতই তিনি প্রদীপগুলো এমনভাবে বসালেন যাতে বাতিদানের উপর সেগুলোর সল্‌তে সামনের দিকে থাকে।

4. বাতিদানটার গোড়া থেকে আগার ফুলগুলো পর্যন্ত সবটাই সোনা পিটিয়ে তৈরী করা হয়েছিল। সদাপ্রভু মোশিকে যে নমুনা দেখিয়েছিলেন ঠিক সেইরকম করেই বাতিদানটা তৈরী করা হয়েছিল।

5. সদাপ্রভু মোশিকে বললেন,

6. “তুমি অন্যান্য ইস্রায়েলীয়দের মধ্য থেকে লেবীয়দের বের করে নিয়ে তাদের শুচি কর।

7. এইভাবে তুমি তাদের শুচি করবে: তাদের উপর শুচি করবার জল ছিটিয়ে দেবে। তারপর তারা তাদের সারা দেহ কামিয়ে কাপড়-চোপড় ধুয়ে নিজেদের শুচি করে নেবে।

8. পরে তারা একটা ষাঁড় এবং এর সংগেকার শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দা নিয়ে আসবে। পাপ-উৎসর্গের জন্য তোমাকে আর একটা ষাঁড় আনিয়ে নিতে হবে।

9. এর পরে তুমি মিলন-তাম্বুর সামনে লেবীয়দের নিয়ে আসবে এবং সমস্ত ইস্রায়েলীয়দের সেখানে একত্র করবে।

গণনাপুস্তক 8