84. অভিষেক-তেল দিয়ে বেদীটির উৎসর্গের অনুষ্ঠান আরম্ভ হবার পর থেকে ইস্রায়েলীয় নেতারা যে সমস্ত উপহার এনেছিলেন সেগুলো হল বারোটা রূপার থালা, বারোটা রূপার বাটি এবং বারোটা সোনার ছোট থালা।
85. ধর্মীয় মাপ অনুসারে প্রত্যেকটা রূপার থালার ওজন ছিল এক কেজি তিনশো গ্রাম এবং প্রত্যেকটা রূপার বাটির ওজন ছিল সাতশো গ্রাম। রূপার সমস্ত পাত্রগুলোর মোট ওজন হয়েছিল চব্বিশ কেজি।
86. ধর্মীয় মাপ অনুসারে প্রত্যেকটা ধূপে ভরা সোনার ছোট থালার ওজন ছিল একশো গ্রাম। সোনার বারোটা ছোট থালার মোট ওজন হয়েছিল এক কেজি দু’শো গ্রাম।
87. এছাড়া পোড়ানো-উৎসর্গের জন্য মোট দেওয়া হয়েছিল বারোটা ষাঁড়, বারোটা ভেড়া এবং এক বছরের বারোটা বাচ্চা-ভেড়া। এগুলোর সংগে ছিল এর সংগেকার শস্য-উৎসর্গের জিনিস। পাপ-উৎসর্গের জন্য দেওয়া হয়েছিল বারোটা পাঁঠা।
88. যোগাযোগ-উৎসর্গের জন্য মোট দেওয়া হয়েছিল চব্বিশটা ষাঁড়, ষাটটা ভেড়া, ষাটটা পাঁঠা এবং ষাটটা এক বছরের বাচ্চা-ভেড়া। বেদীটির অভিষেকের পর এর উৎসর্গের জন্য এই সমস্ত উপহার আনা হয়েছিল।