1-2. সদাপ্রভু মোশিকে ইস্রায়েলীয়দের এই আদেশ দিতে বললেন, “কনানে ঢুকবার পর সম্পত্তি হিসাবে যে দেশটা তোমাদের দেওয়া হবে তার সীমানা হবে এই:
3-4. “ইদোম দেশের সীমানা বরাবর যে সীন মরু-এলাকা আছে তার কিছু অংশ পড়বে তোমাদের দেশের দক্ষিণ দিকে। পূর্ব দিকে তোমাদের এই দক্ষিণ সীমারেখা মরু-সাগরের শেষ ভাগ থেকে শুরু হয়ে অক্রব্বীম পাহাড়ের পথ পার হয়ে সীন মরু-এলাকায় ঢুকে কাদেশ-বর্ণেয়ের দক্ষিণ দিকে চলে যাবে। তারপর সেই রেখা হৎসর-অদরে এসে অস্মোন পর্যন্ত যাবে।
5. তারপর তা সেখান থেকে ঘুরে মিসর নামে যে শুকনা নদী আছে তা ধরে ভূমধ্য সাগরে গিয়ে শেষ হবে।
6. “তোমাদের দেশের পশ্চিম দিকের সীমানা হবে ভূমধ্য সাগর। এটাই হবে তোমাদের পশ্চিম দিকের শেষ সীমা।