16. সদাপ্রভু মোশিকে বললেন,
17. “যারা সম্পত্তি হিসাবে দেশটা তোমাদের মধ্যে ভাগ করে দেবে তারা হল পুরোহিত ইলিয়াসর ও নূনের ছেলে যিহোশূয়।
18. সম্পত্তি ভাগ করবার কাজে সাহায্য করবার জন্য প্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে নেতা নিতে হবে।
19. সেই নেতারা হল যিহূদা-গোষ্ঠীর যিফূন্নির ছেলে কালেব;
20. শিমিয়োন-গোষ্ঠীর অম্মীহূদের ছেলে শমূয়েল;
21. বিন্যামীন-গোষ্ঠীর কিশ্লোনের ছেলে ইলীদদ;
22. দান-গোষ্ঠীর নেতা যগ্লির ছেলে বুক্কি;