13. এর পর মোশি ইস্রায়েলীয়দের আদেশ দিয়ে বললেন, “তোমরা গুলিবাঁটের মধ্য দিয়ে সদাপ্রভুর আদেশ মত দেশটা তোমাদের নয় গোষ্ঠী এবং মনঃশির অর্ধেক গোষ্ঠীর মধ্যে ভাগ করে নিয়ে তোমাদের সম্পত্তি করে নেবে,
14. কারণ রূবেণ-গোষ্ঠী, গাদ-গোষ্ঠী ও মনঃশির অর্ধেক গোষ্ঠীর বংশগুলো তাদের সম্পত্তি আগেই পেয়ে গেছে।
15. পথে যিরীহোর উল্টাদিকে যর্দনের পূর্ব পারে তারা সেই সম্পত্তি পেয়েছে।”
16. সদাপ্রভু মোশিকে বললেন,
17. “যারা সম্পত্তি হিসাবে দেশটা তোমাদের মধ্যে ভাগ করে দেবে তারা হল পুরোহিত ইলিয়াসর ও নূনের ছেলে যিহোশূয়।
18. সম্পত্তি ভাগ করবার কাজে সাহায্য করবার জন্য প্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে নেতা নিতে হবে।
19. সেই নেতারা হল যিহূদা-গোষ্ঠীর যিফূন্নির ছেলে কালেব;
20. শিমিয়োন-গোষ্ঠীর অম্মীহূদের ছেলে শমূয়েল;
21. বিন্যামীন-গোষ্ঠীর কিশ্লোনের ছেলে ইলীদদ;
22. দান-গোষ্ঠীর নেতা যগ্লির ছেলে বুক্কি;
23. যোষেফের ছেলে মনঃশি-গোষ্ঠীর নেতা এফোদের ছেলে হন্নীয়েল;
24. যোষেফের ছেলে ইফ্রয়িম-গোষ্ঠীর নেতা শিপ্তনের ছেলে কমূয়েল;
25. সবূলূন-গোষ্ঠীর নেতা পর্ণকের ছেলে ইলীষাফণ;
26. ইষাখর-গোষ্ঠীর নেতা অস্সনের ছেলে পল্টিয়েল;
27. আশের-গোষ্ঠীর নেতা শলোমির ছেলে অহীহূদ;
28. নপ্তালি-গোষ্ঠীর নেতা অম্মীহূদের ছেলে পদহেল।”
29. কনান দেশে ইস্রায়েলীয়দের মধ্যে সম্পত্তি হিসাবে জায়গা ভাগ করে দেবার জন্য সদাপ্রভু এই সমস্ত লোকদের নিযুক্ত করেছিলেন।