গণনাপুস্তক 33:6-15-35 পবিত্র বাইবেল (SBCL)

10. পরে তারা এলীম ছেড়ে সুয়েজ উপসাগরের ধারে গিয়ে ছাউনি ফেলেছিল।

11. তারপর তারা সুয়েজ উপসাগরের কাছ থেকে গিয়ে সিন মরু-এলাকাতে ছাউনি ফেলেছিল।

12. সিন মরু-এলাকা ছেড়ে তারা দপ্‌কাতে গিয়ে ছাউনি ফেলেছিল।

13. দপ্‌কা ছেড়ে তারা আলূশে গিয়ে ছাউনি ফেলেছিল।

14. আলূশ ছেড়ে তারা রফীদীমে গিয়ে ছাউনি ফেলেছিল। এখানে লোকদের জন্য কোন খাবার জল ছিল না।

গণনাপুস্তক 33