গণনাপুস্তক 33:38-56 পবিত্র বাইবেল (SBCL)

38. ইস্রায়েলীয়েরা মিসর দেশ থেকে বের হয়ে আসবার পর চল্লিশ বছরের পঞ্চম মাসের প্রথম দিনে সদাপ্রভুর আদেশে পুরোহিত হারোণ হোর পাহাড়ের উপরে উঠে গিয়েছিলেন এবং সেখানে মারা গিয়েছিলেন।

39. হোর পাহাড়ের উপর হারোণের মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল একশো তেইশ বছর।

40. এর মধ্যে অরাদের কনানীয় রাজা ইস্রায়েলীয়দের আসবার খবর শুনতে পেয়েছিলেন। তিনি কনান দেশের নেগেভে বাস করতেন।

41-47. তারপর ইস্রায়েলীয়েরা হোর পাহাড় ছেড়ে পর পর যে সব জায়গায় গিয়ে ছাউনি ফেলেছিল তা হল সল্‌মোনা, পূনোন, ওবোৎ, মোয়াবের সীমানায় ইয়ী-অবারীম, দীবোন-গাদ এবং অল্‌মোন-দিব্লাথয়িম। তারপর তারা অবারীম পাহাড়শ্রেণীতে পৌঁছে নবো পাহাড়ের কাছে ছাউনি ফেলেছিল।

48. তারপর তারা অবারীম পাহাড়শ্রেণী ছেড়ে যিরীহোর উল্টাদিকে যর্দন নদীর ধারে মোয়াবের সমভূমিতে গিয়ে ছাউনি ফেলেছিল।

49. এই ছাউনি তারা ফেলেছিল যর্দন নদীর কিনারা ধরে মোয়াবের সমভূমিতে বৈৎ-যিশীমোৎ থেকে আবেল-শিটীম শহর পর্যন্ত।

50-52. যিরীহোর উল্টাদিকে যর্দন নদীর ধারে মোয়াবের সমভূমিতে সদাপ্রভু মোশিকে ইস্রায়েলীয়দের এই কথা জানিয়ে দিতে বলেছিলেন, “তোমরা যর্দন নদী পার হয়ে কনান দেশে গিয়ে তোমাদের পথ থেকে দেশের সমস্ত লোকদের তাড়িয়ে বের করে দেব। তাদের পাথরে খোদাই করা সমস্ত মূর্তি ও ছাঁচে ফেলে তৈরী করা সমস্ত প্রতিমা এবং পাহাড়ের উপরকার সমস্ত বেদী তোমরা ধ্বংস করে ফেলবে।

53. “তারপর তোমরা সেই দেশটা দখল করে নিয়ে সেখানে বাস করবে কারণ দখল করবার জন্যই দেশটা আমি তোমাদের দিয়েছি।

54. তোমরা গুলিবাঁট করে বিভিন্ন বংশের জায়গা ঠিক করে নেবে। বংশের লোকসংখ্যা বেশী হলে বেশী জায়গা এবং কম হলে কম জায়গা দিতে হবে। গুলিবাঁটে যে বংশের জায়গা যেখানে পড়বে সেই বংশকে সেখানেই জায়গা নিতে হবে। গোষ্ঠীর বিভিন্ন বংশগুলো গোষ্ঠীর এলাকার মধ্যেই জায়গা পাবে।

55. “কিন্তু তোমরা যদি ঐ দেশের বাসিন্দাদের দূর করে না দাও তবে যাদের তোমরা থাকতে দেবে তারা তোমাদের চোখে বড়শীর মত এবং পাঁজরে কাঁটার মত হবে। তোমরা ঐ দেশে বাস করবার সময় তারা তোমাদের কষ্ট দেবে।

56. তখন আমি তোমাদের প্রতি তা-ই করব যা আমি তাদের প্রতি করব বলে ঠিক করে রেখেছিলাম।”

গণনাপুস্তক 33