গণনাপুস্তক 26:3-11 পবিত্র বাইবেল (SBCL)

3. কাজেই যিরীহোর উল্টা দিকে যর্দন নদীর ধারে মোয়াবের যে সমভূমি আছে সেখানে পুরোহিত ইলিয়াসর ও মোশি নেতাদের বললেন,

4. “সদাপ্রভু মোশিকে যে আদেশ দিয়েছেন সেই অনুসারে তোমরা বিশ বছর বা তার বেশী বয়সের পুরুষ লোকদের গণনা কর।”যে ইস্রায়েলীয়েরা মিসর দেশ থেকে বের হয়ে এসেছিল লোক গণনার সময় তাদের নাম লেখা হয়েছিল।

5. ইস্রায়েলের প্রথম ছেলে রূবেণের বংশধর: এরা হল হনোক থেকে হনোকীয় বংশ, পল্লু থেকে পল্লুয়ীয় বংশ,

6. হিষ্রোণ থেকে হিষ্রোণীয় বংশ এবং কর্মী থেকে কর্মীয় বংশ।

7. এগুলো রূবেণ-গোষ্ঠীর বিভিন্ন বংশ। এদের মধ্য থেকে গণনা করা লোকদের সংখ্যা হল তেতাল্লিশ হাজার সাতশো ত্রিশ।

8. পল্লুর ছেলের নাম ছিল ইলীয়াব,

9. আর ইলীয়াবের ছেলেদের নাম হল নমূয়েল, দাথন ও অবীরাম। এই দাথন আর অবীরাম ছিল ইস্রায়েলীয়দের সেই দু’জন নেতা যারা মোশি ও হারোণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আবার কোরহের দল যখন সদাপ্রভুর বিরুদ্ধে দাঁড়িয়েছিল তখন এরাও সেই দলের মধ্যে ছিল।

10. কোরহের সংগে এই দু’জনকেও পৃথিবী হাঁ করে গিলে ফেলেছিল; আর কোরহের দলের দু’শো পঞ্চাশ জন আগুনে পুড়ে মারা গিয়েছিল। এগুলো ইস্রায়েলীয়দের জন্য সতর্ক করবার চিহ্ন হয়ে রইল।

11. তবে কোরহের ছেলেরা সেই সময় মারা যায় নি।

গণনাপুস্তক 26