1. মড়ক থেমে যাওয়ার পরে সদাপ্রভু মোশি ও পুরোহিত হারোণের ছেলে ইলিয়াসরকে বললেন,
2. “ইস্রায়েলীয়দের মধ্যে যাদের বয়স বিশ বা তার বেশী, অর্থাৎ যারা যুদ্ধে যাবার মত হয়েছে, পরিবার অনুসারে তোমরা তাদের সংখ্যা গণনা কর।”
3. কাজেই যিরীহোর উল্টা দিকে যর্দন নদীর ধারে মোয়াবের যে সমভূমি আছে সেখানে পুরোহিত ইলিয়াসর ও মোশি নেতাদের বললেন,
19-20. যিহূদার বংশধর: এরা হল শেলা থেকে শেলায়ীয় বংশ, পেরস থেকে পেরসীয় বংশ এবং সেরহ থেকে সেরহীয় বংশ। যিহূদার আরও দুই ছেলের নাম ছিল এর ও ওনন। এরা আগেই কনান দেশে মারা গিয়েছিল।