গণনাপুস্তক 24:7-12 পবিত্র বাইবেল (SBCL)

7. ভারে বওয়া কলসী থেকে জলউপ্‌চে পড়বে,তাদের বীজ অনেক জল পেতে থাকবে।তাদের রাজা হবে অগাগের চেয়েও মহান,তাদের রাজ্য মহিমায় অনেকউঁচুতে থাকবে।

8. ঈশ্বর মিসর থেকে তাদের বেরকরে এনেছেন,তিনিই তাদের পক্ষে বুনো ষাঁড়েরশক্তির মত।তাদের বিরুদ্ধে যে সব জাতি দাঁড়াবেতারা তাদের গিলে ফেলবে,তাদের হাড় টুকরা টুকরা করবে,তীর দিয়ে তাদের বিঁধে ফেলবে।

9. সিংহ ও সিংহীর মত তারা গুঁড়ি মারবেআর শুয়ে পড়বে,তখন কে তাদের জাগাতে সাহস করবে?যারা তোমাদের আশীর্বাদ করেতাদের উপর তেমনি আশীর্বাদ পড়ুক;আর যারা অভিশাপ দেয়,তাদের উপর তেমনি অভিশাপ পড়ুক।”

10. এই কথা শুনে বালাক বিলিয়মের উপর রেগে আগুন হয়ে উঠলেন। তিনি হাতে হাত চাপড়ে তাঁকে বললেন, “আমার শত্রুদের অভিশাপ দেবার জন্য আমি আপনাকে ডেকে এনেছিলাম কিন্তু এই নিয়ে তিনবার আপনি তাদের আশীর্বাদ করলেন।

11. আপনি এক্ষুনি বাড়ী চলে যান। আমি আপনাকে অনেক পুরস্কার দেব বলেছিলাম কিন্তু সদাপ্রভু তা আপনাকে পেতে দিলেন না।”

12. উত্তরে বিলিয়ম বালাককে বললেন, “আমি কি আপনার পাঠানো লোকদের বলি নি যে,

গণনাপুস্তক 24