16. যে লোক ঈশ্বরের বাক্য শুনছেআর মহান ঈশ্বরের কাছ থেকেজ্ঞান পাচ্ছে,যে সর্বশক্তিমানের দেওয়া দর্শন দেখছে,যে মাটির উপর উবুড় হয়ে পড়েছে,আর যার চোখের ঠুলি খুলে গেছে,সে এই কথা বলছে:
17. ‘এখন না হলেও আমি তাঁকেদেখতে পাচ্ছি,যদিও তিনি কাছে ননতবুও তাঁর উপর আমার চোখ পড়ছে।একটা তারা উঠবে যাকোবের বংশে,একটা রাজদণ্ড উঠবে ইস্রায়েলেরমধ্য থেকে।মোয়াবীয়দের আর শেথের সন্তানদের মাথাতিনি চুরমার করে দেবেন।
18. শত্রুরা ইদোমকে, অর্থাৎ সেয়ীরকেদখল করবে,কিন্তু ইস্রায়েলীয়েরা বীরের মতকাজ করবে।
19. যাকোবের বংশ থেকেএকজন শাসনকর্তা আসবেন,শহরের বাকী বেঁচে থাকা ইদোমীয়দেরতিনি ধ্বংস করে ফেলবেন।’ ”
20. অমালেকীয়দের দেখে বিলিয়ম ঈশ্বরের দেওয়া এই কথা বলতে লাগলেন:“সব জাতির মধ্যেঅমালেকীয়েরা ছিল প্রধান,কিন্তু ধ্বংসেই তার শেষ হবে।”