গণনাপুস্তক 23:5-7 পবিত্র বাইবেল (SBCL)

5. তখন সদাপ্রভু বিলিয়মের মুখে কতগুলো কথা যুগিয়ে দিয়ে বললেন, “তুমি বালাকের কাছে ফিরে গিয়ে তাকে এই সব বল।”

6. বিলিয়ম বালাকের কাছে ফিরে গেলেন। তিনি দেখলেন, বালাক মোয়াবের সমস্ত নেতাদের নিয়ে তাঁর উৎসর্গ-করা পশুর কাছে দাঁড়িয়ে আছেন।

7. তখন বিলিয়ম ঈশ্বরের দেওয়া এই কথা বলতে লাগলেন:“বালাক আমাকে অরাম দেশ থেকেনিয়ে আসলেন,পূবের পাহাড়গুলোর কাছ থেকেমোয়াব-রাজা আমাকে নিয়ে আসলেন।তিনি বললেন, ‘আমার হয়ে আপনিযাকোবকে অভিশাপ দিন,ইস্রায়েলের বিরুদ্ধে অমংগলেরকথা বলুন।’

গণনাপুস্তক 23