গণনাপুস্তক 23:5-14 পবিত্র বাইবেল (SBCL)

5. তখন সদাপ্রভু বিলিয়মের মুখে কতগুলো কথা যুগিয়ে দিয়ে বললেন, “তুমি বালাকের কাছে ফিরে গিয়ে তাকে এই সব বল।”

6. বিলিয়ম বালাকের কাছে ফিরে গেলেন। তিনি দেখলেন, বালাক মোয়াবের সমস্ত নেতাদের নিয়ে তাঁর উৎসর্গ-করা পশুর কাছে দাঁড়িয়ে আছেন।

7. তখন বিলিয়ম ঈশ্বরের দেওয়া এই কথা বলতে লাগলেন:“বালাক আমাকে অরাম দেশ থেকেনিয়ে আসলেন,পূবের পাহাড়গুলোর কাছ থেকেমোয়াব-রাজা আমাকে নিয়ে আসলেন।তিনি বললেন, ‘আমার হয়ে আপনিযাকোবকে অভিশাপ দিন,ইস্রায়েলের বিরুদ্ধে অমংগলেরকথা বলুন।’

8. ঈশ্বর যাদের কোন অভিশাপ দেন নি,কেমন করে আমি তাদের অভিশাপ দেব?সদাপ্রভু যাদের বিরুদ্ধে অমংগলের কথাবলেন নি,কেমন করে আমি তাদের বিরুদ্ধেঅমংগলের কথা বলব?

9. পাহাড়ের চূড়া থেকে আমি তাদের দেখছি;তাদের আমি পাহাড়ের উপর থেকেলক্ষ্য করছি।আমি দেখছি এমন একটা জাতিকেযে অন্যদের থেকে দূরে থাকে;অন্য সব জাতির সংগে নিজেদেরএক করে দেখে না।

10. যাকোবের বংশধরেরাধূলিকণার মত অসংখ্য,কে তাদের গুণে দেখতে পারে?ইস্রায়েলের চার ভাগের একভাগও কিকারও পক্ষে গোণা সম্ভব?ঐ সৎ লোকদের মতইযেন আমার মৃত্যু হয়;আমার শেষ যেন হয় তাদেরই মত।”

11. এই কথা শুনে বালাক বিলিয়মকে বললেন, “আপনি আমার এ কি করলেন? আমার শত্রুদের অভিশাপ দেবার জন্য আমি আপনাকে আনলাম আর আপনি কি না তাদের আশীর্বাদ করলেন।”

12. উত্তরে বিলিয়ম বললেন, “সদাপ্রভু আমার মুখে যে কথা যুগিয়ে দিয়েছেন তা কি আমি না বলে থাকতে পারি?”

13. পরে বালাক বিলিয়মকে বললেন, “আপনি আমার সংগে আর এক জায়গায় আসুন। সেখান থেকে আপনি ইস্রায়েলীয়দের দেখতে পাবেন। আপনি তাদের সবাইকে যে দেখতে পাবেন তা নয়, কেবল তাদের একটা অংশই দেখতে পাবেন। সেখান থেকে আপনি আমার পক্ষ থেকে তাদের অভিশাপ দেবেন।”

14. এই বলে বালাক তাঁকে পিস্‌গা পাহাড়শ্রেণীর উপরে যে সোফীম মাঠ আছে সেখানে নিয়ে গেলেন। সেখানে তিনি সাতটা বেদী তৈরী করে প্রত্যেকটার উপরে একটা করে ষাঁড় আর একটা করে ভেড়া উৎসর্গ করলেন।

গণনাপুস্তক 23