গণনাপুস্তক 23:24-28 পবিত্র বাইবেল (SBCL)

24. এই সব লোক উঠে দাঁড়াবে সিংহীরমত করে,আর সিংহের মত করে নিজেদেরতুলে ধরবে।শিকার করা প্রাণীর রক্ত ও মাংসখেয়ে না ফেলা পর্যন্ততারা বিশ্রাম করবে না।”

25. এই কথা শুনে বালাক বলে উঠলেন, “থামুন, আপনি তাদের অভিশাপও দেবেন না, আশীর্বাদও করবেন না।”

26. উত্তরে বিলিয়ম বললেন, “আমি কি আপনাকে বলি নি যে, সদাপ্রভু যা বলবেন তা আমাকে করতেই হবে?”

27. পরে বালাক বিলিয়মকে বললেন, “চলুন, আমি আপনাকে আর এক জায়গায় নিয়ে যাই। হয়তো ঈশ্বর খুশী হয়ে সেখান থেকে আপনাকে আমার পক্ষ থেকে তাদের অভিশাপ দিতে দেবেন।”

28. এই বলে বালাক তাঁকে পিয়োর পাহাড়ের উপরে নিয়ে গেলেন যেখান থেকে মরু-এলাকার যিশীমোন দেখা যায়।

গণনাপুস্তক 23