19. ঈশ্বর তো মানুষ নন যে,মিথ্যা বলবেন;মানুষ থেকে তাঁর জন্মও নয় যে,মন বদলাবেন।তিনি যা বলেন করেনও তা,তাঁর প্রতিজ্ঞা তিনি সর্বদা পূর্ণ করেন।
20. আমি আশীর্বাদ করবার জন্যআদেশ পেয়েছি।তিনি ইস্রায়েলকে আশীর্বাদ করেছেন,আমি তা বদলাতে পারি না।
21. যাকোবের মধ্যে তিনি কোন অন্যায়দেখেন নি,ইস্রায়েলের ভাগ্যে কোন দুঃখ রাখেন নি।তাদের ঈশ্বর সদাপ্রভু তাদেরসংগে আছেন,আর তাদের রাজার জয়ধ্বনি রয়েছেতাদের মধ্যে।
22. মিসর থেকে তিনি তাদেরবের করে এনেছেন,তিনি তাদের পক্ষে বুনো ষাঁড়েরশক্তির মত।
23. যাকোবের উপর কোন যাদুবিদ্যাখাটবে না;ইস্রায়েলের উপর খাটবে নাকোন মন্ত্রতন্ত্র।যাকোব, অর্থাৎ ইস্রায়েল সম্বন্ধে এখন এই কথা বলা যায়,‘ঈশ্বর যা করেছেন তা দেখ।’
24. এই সব লোক উঠে দাঁড়াবে সিংহীরমত করে,আর সিংহের মত করে নিজেদেরতুলে ধরবে।শিকার করা প্রাণীর রক্ত ও মাংসখেয়ে না ফেলা পর্যন্ততারা বিশ্রাম করবে না।”
25. এই কথা শুনে বালাক বলে উঠলেন, “থামুন, আপনি তাদের অভিশাপও দেবেন না, আশীর্বাদও করবেন না।”
26. উত্তরে বিলিয়ম বললেন, “আমি কি আপনাকে বলি নি যে, সদাপ্রভু যা বলবেন তা আমাকে করতেই হবে?”
27. পরে বালাক বিলিয়মকে বললেন, “চলুন, আমি আপনাকে আর এক জায়গায় নিয়ে যাই। হয়তো ঈশ্বর খুশী হয়ে সেখান থেকে আপনাকে আমার পক্ষ থেকে তাদের অভিশাপ দিতে দেবেন।”
28. এই বলে বালাক তাঁকে পিয়োর পাহাড়ের উপরে নিয়ে গেলেন যেখান থেকে মরু-এলাকার যিশীমোন দেখা যায়।
29. তখন বিলিয়ম বললেন, “এখানে আমার জন্য সাতটা বেদী তৈরী করুন আর সাতটা ষাঁড় ও সাতটা ভেড়া উৎসর্গের জন্য প্রস্তুত করুন।”
30. বিলিয়মের কথামত বালাক তা-ই করলেন। তিনি প্রত্যেকটি বেদীর উপরে একটা করে ষাঁড় ও একটা করে ভেড়া উৎসর্গ করলেন।