18. বিলিয়ম তখন ঈশ্বরের দেওয়া এই কথা বলতে লাগলেন:“বালাক রাজা উঠুন, শুনুন;হে সিপ্পোরের ছেলে,আমার কথায় কান দিন।
19. ঈশ্বর তো মানুষ নন যে,মিথ্যা বলবেন;মানুষ থেকে তাঁর জন্মও নয় যে,মন বদলাবেন।তিনি যা বলেন করেনও তা,তাঁর প্রতিজ্ঞা তিনি সর্বদা পূর্ণ করেন।
20. আমি আশীর্বাদ করবার জন্যআদেশ পেয়েছি।তিনি ইস্রায়েলকে আশীর্বাদ করেছেন,আমি তা বদলাতে পারি না।