গণনাপুস্তক 21:8-18 পবিত্র বাইবেল (SBCL)

8. এর উত্তরে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি একটা সাপ তৈরী করে একটা খুঁটির উপরে রাখ। যাকে সাপে কামড়াবে সে ওটার দিকে তাকালে বেঁচে যাবে।”

9. তখন মোশি একটা ব্রোঞ্জের সাপ তৈরী করে একটা খুঁটির উপরে লাগিয়ে রাখলেন। কাউকে সাপে কামড়ালে সে ঐ ব্রোঞ্জের সাপের দিকে চেয়ে দেখত আর তাতে সে বেঁচে যেত।

10. এর পর ইস্রায়েলীয়েরা যাত্রা করে ওবোতে গিয়ে ছাউনি ফেলল।

11. তারপর তারা ওবোৎ থেকে যাত্রা করে মরু-এলাকার মধ্যে ইয়ী-অবারীমে গিয়ে ছাউনি ফেলল। ইয়ী-অবারীম ছিল মোয়াবের পূর্ব দিকে মরু-এলাকার মধ্যে।

12. তারপর সেখান থেকে যাত্রা করে তারা সেরদ উপত্যকাতে গিয়ে ছাউনি ফেলল।

13. সেখান থেকে যাত্রা করে তারা অর্ণোন নদীর ওপারে গিয়ে ছাউনি ফেলল। ইমোরীয়দের দেশ থেকে যে মরু-এলাকাটা শুরু হয়েছে তার মধ্যে ছিল এই অর্ণোন নদীটা। নদীটার এক পাশে ছিল মোয়াব আর অন্য পাশে ছিল ইমোরীয়দের দেশ।

16. সেখান থেকে যাত্রা করে ইস্রায়েলীয়েরা বের নামে একটা কূয়ার কাছে আসল। এই কূয়ার কাছে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি লোকদের একসংগে জড়ো কর, আমি তাদের জল দেব।”

17. তখন ইস্রায়েলীয়েরা এই গানটা করল:“হে কূয়া, তুমি জলে ভরে ওঠো।তোমরা এই কূয়ার বিষয় নিয়ে গান কর।

18. এটা সেই কূয়া যা শাসনকর্তারাশাসনদণ্ডের জোরে খুঁড়েছেন,যা গণ্যমান্য লোকেরা লাঠিরজোরে করেছেন।”তারপর ইস্রায়েলীয়েরা সেই মরু-এলাকা থেকে মত্তানায়,

গণনাপুস্তক 21