30. কিন্তু আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি।দীবোন পর্যন্ত হিষ্বোন ধ্বংস হয়ে গেছে।মেদবা পর্যন্ত চলে গেছে যে নোফঃসেই জায়গা পর্যন্ত আমরা ধ্বংস করেছি।”
31. এর পর ইস্রায়েলীয়েরা ইমোরীয়দের দেশে বাস করতে লাগল।
32. মোশি যাসের শহরে গুপ্তচর পাঠিয়ে দেবার পর ইস্রায়েলীয়েরা সেই শহরের আশেপাশের গ্রামগুলো দখল করে নিল এবং সেখানকার ইমোরীয়দের তাড়িয়ে দিল।
33. তারপর তারা ঘুরে বাশন দেশের রাস্তা ধরে এগিয়ে যেতে লাগল। তখন বাশনের রাজা ওগ তাঁর সমস্ত সৈন্য-সামন্ত নিয়ে বের হয়ে তাদের সংগে যুদ্ধ করবার জন্য ইদ্রিয়ী শহরে উপস্থিত হলেন।