গণনাপুস্তক 21:1-12 পবিত্র বাইবেল (SBCL)

1. অরাদের কনানীয় রাজা নেগেভে বাস করতেন। ইস্রায়েলীয়েরা অথারীমের পথ ধরে আসছে শুনে তিনি তাদের আক্রমণ করে কয়েকজনকে ধরে নিয়ে গেলেন।

2. তখন ইস্রায়েলীয়েরা সদাপ্রভুর কাছে মানত করে বলল, “অরাদের এই লোকদের তুমি যদি আমাদের হাতের মুঠোয় এনে দাও, তবে আমরা তাদের গ্রাম ও শহরগুলো একেবারে ধ্বংস করে ফেলব।”

3. সদাপ্রভু তাদের এই বিশেষ অনুরোধ শুনলেন এবং সেই কনানীয়দের তাদের হাতের মুঠোয় এনে দিলেন। ইস্রায়েলীয়েরা তাদের এবং তাদের গ্রাম ও শহরগুলো একেবারে ধ্বংস করে ফেলল। সেইজন্য ঐ জায়গাটার নাম হল হর্মা (যার মানে “ধ্বংসের অধীন”)।

6. তখন সদাপ্রভু তাদের মধ্যে এক রকম বিষাক্ত সাপ পাঠিয়ে দিলেন। সেগুলোর কামড়ে অনেক ইস্রায়েলীয় মারা গেল।

7. তখন লোকেরা গিয়ে মোশিকে বলল, “সদাপ্রভু ও আপনার বিরুদ্ধে কথা বলে আমরা পাপ করেছি। আপনি এখন সদাপ্রভুর কাছে অনুরোধ করুন যেন তিনি এই সব সাপ আমাদের কাছ থেকে সরিয়ে নেন।” তখন মোশি লোকদের জন্য অনুরোধ করলেন।

8. এর উত্তরে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি একটা সাপ তৈরী করে একটা খুঁটির উপরে রাখ। যাকে সাপে কামড়াবে সে ওটার দিকে তাকালে বেঁচে যাবে।”

9. তখন মোশি একটা ব্রোঞ্জের সাপ তৈরী করে একটা খুঁটির উপরে লাগিয়ে রাখলেন। কাউকে সাপে কামড়ালে সে ঐ ব্রোঞ্জের সাপের দিকে চেয়ে দেখত আর তাতে সে বেঁচে যেত।

10. এর পর ইস্রায়েলীয়েরা যাত্রা করে ওবোতে গিয়ে ছাউনি ফেলল।

11. তারপর তারা ওবোৎ থেকে যাত্রা করে মরু-এলাকার মধ্যে ইয়ী-অবারীমে গিয়ে ছাউনি ফেলল। ইয়ী-অবারীম ছিল মোয়াবের পূর্ব দিকে মরু-এলাকার মধ্যে।

12. তারপর সেখান থেকে যাত্রা করে তারা সেরদ উপত্যকাতে গিয়ে ছাউনি ফেলল।

গণনাপুস্তক 21