6. পশুটা ভেড়া হলে তার সংগে শস্য-উৎসর্গের জন্য তেল মিশানো মিহি ময়দা আনতে হবে। ময়দার পরিমাণ হবে তিন কেজি ছ’শো গ্রাম আর তেলের পরিমাণ হবে সোয়া লিটার।
7. ঢালন-উৎসর্গের জন্য আনতে হবে সোয়া লিটার আংগুর-রস। তারপর সদাপ্রভুকে খুশী করবার গন্ধের জন্য তা সদাপ্রভুর কাছে উৎসর্গ করতে হবে।
8. যদি তোমরা পোড়ানো-উৎসর্গ কিম্বা বিশেষ মানত পূরণের উৎসর্গ কিম্বা যোগাযোগ-উৎসর্গের জন্য আমার কাছে কোন গরু নিয়ে আস,
9. তবে তার সংগে শস্য-উৎসর্গের জন্য তেল মিশানো মিহি ময়দা আনতে হবে। ময়দার পরিমাণ হবে পাঁচ কেজি চারশো গ্রাম আর তেলের পরিমাণ হবে পৌনে দুই লিটার।
37-38. তারপর সদাপ্রভু মোশিকে ইস্রা-য়েলীয়দের এই কথা বলতে বললেন, “তোমরা তোমাদের গায়ের চাদরের কোণায় থোপ্না লাগাবে এবং প্রত্যেকটা থোপ্না নীল সুতা দিয়ে কাপড়ের সংগে বেঁধে দেবে। এটা তোমাদের বংশের পর বংশ ধরে করতে হবে।
39. সেই থোপ্নাগুলো বাঁধবে যেন সেগুলোর দিকে চোখ পড়লে আমার সমস্ত আদেশের কথা তোমাদের মনে পড়ে এবং তোমরা তা মেনে চল। তাহলে তোমরা আমার প্রতি অবিশ্বস্ত হয়ে তোমাদের অন্তরের আর চোখের কামনার কাছে নিজেদের তুলে দেবে না।
40. তখন আমার সমস্ত আদেশ পালন করবার কথা তোমাদের মনে থাকবে এবং তোমাদের ঈশ্বরের উদ্দেশ্যে তোমরা আলাদা করা লোক হয়ে থাকবে।
41. আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু। তোমাদের ঈশ্বর হওয়ার জন্য আমিই মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছি। আমিই সদাপ্রভু তোমাদের ঈশ্বর।”