11. “প্রত্যেকটা ষাঁড় কিম্বা ভেড়া, প্রত্যেকটা বাচ্চা-ভেড়া কিম্বা পাঁঠা এইভাবে উৎসর্গ করতে হবে।
12. তোমরা যত পশুই উৎসর্গ কর না কেন প্রত্যেকটা পশু এই নিয়মে উৎসর্গ করতে হবে।
13. সদাপ্রভুকে খুশী করবার গন্ধের জন্য আগুনে-করা উৎসর্গ করবার সময় প্রত্যেক ইস্রায়েলীয়কে এই নিয়মে উৎসর্গ করতে হবে।