গণনাপুস্তক 13:6-16 পবিত্র বাইবেল (SBCL)

6. যিহূদা-গোষ্ঠীর যিফুন্নির ছেলে কালেব;

7. ইষাখর-গোষ্ঠীর যোষেফের ছেলে যিগাল;

8. ইফ্রয়িম-গোষ্ঠীর নূনের ছেলে হোশেয়;

9. বিন্যামীন-গোষ্ঠীর রাফূর ছেলে পল্‌টি;

10. সবূলূন-গোষ্ঠীর সোদির ছেলে গদ্দীয়েল;

11. যোষেফ-গোষ্ঠীর, অর্থাৎ মনঃশি-গোষ্ঠীর সূষির ছেলে গদ্দি;

12. দান-গোষ্ঠীর গমল্লির ছেলে অম্মীয়েল;

16. মোশি এই লোকদেরই কনান দেশের খোঁজ-খবর নিয়ে আসবার জন্য পাঠিয়েছিলেন। তিনি নূনের ছেলে হোশেয়ের নাম দিয়েছিলেন যিহোশূয়।

গণনাপুস্তক 13