গণনাপুস্তক 13:1-16 পবিত্র বাইবেল (SBCL)

1. এর পর সদাপ্রভু মোশিকে বললেন,

2. “যে কনান দেশ আমি ইস্রায়েলীয়দের দিতে যাচ্ছি তার সম্বন্ধে খোঁজ-খবর নিয়ে আসবার জন্য তুমি বারো গোষ্ঠীর প্রত্যেকটি থেকে একজন করে নেতা পাঠিয়ে দাও।”

3. সদাপ্রভুর আদেশ পেয়ে মোশি তা-ই করলেন। তিনি পারণ মরু-এলাকা থেকে যাঁদের পাঠিয়ে দিলেন তাঁরা সকলেই ছিলেন ইস্রায়েলীয়দের নেতা।

4. এঁরা হলেন, রূবেণ-গোষ্ঠীর সক্কূরের ছেলে শম্মূয়;

5. শিমিয়োন-গোষ্ঠীর হোরির ছেলে শাফট;

6. যিহূদা-গোষ্ঠীর যিফুন্নির ছেলে কালেব;

7. ইষাখর-গোষ্ঠীর যোষেফের ছেলে যিগাল;

8. ইফ্রয়িম-গোষ্ঠীর নূনের ছেলে হোশেয়;

9. বিন্যামীন-গোষ্ঠীর রাফূর ছেলে পল্‌টি;

10. সবূলূন-গোষ্ঠীর সোদির ছেলে গদ্দীয়েল;

11. যোষেফ-গোষ্ঠীর, অর্থাৎ মনঃশি-গোষ্ঠীর সূষির ছেলে গদ্দি;

12. দান-গোষ্ঠীর গমল্লির ছেলে অম্মীয়েল;

13-15. আশের-গোষ্ঠীর মীখায়েলের ছেলে সথুর; নপ্তালি-গোষ্ঠীর বপ্সির ছেলে নহ্‌বি আর গাদ-গোষ্ঠীর মাখির ছেলে গ্যূয়েল।

16. মোশি এই লোকদেরই কনান দেশের খোঁজ-খবর নিয়ে আসবার জন্য পাঠিয়েছিলেন। তিনি নূনের ছেলে হোশেয়ের নাম দিয়েছিলেন যিহোশূয়।

গণনাপুস্তক 13