কলসীয় 3:23-25 পবিত্র বাইবেল (SBCL)

23. তোমরা যা-ই কর না কেন, তা মানুষের জন্য নয় বরং প্রভুর জন্য করছ বলে মন-প্রাণ দিয়ে কোরো,

24. কারণ তোমরা তো জান, প্রভু তাঁর লোকদের জন্য যা রেখেছেন তা তোমরা পুরস্কার হিসাবে তাঁরই কাছ থেকে পাবে। তোমরা যাঁর সেবা করছ তিনি প্রভু খ্রীষ্ট।

25. যে অন্যায় করে সে তার ফল পাবে। প্রভুর চোখে সবাই সমান।

কলসীয় 3